
টাঙ্গাইল মধুপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১১জানুয়ারি) দুপুরে রবিবার মধুপুর বিএডিসি আর্মি ক্যাম্প এলাকায় ১৯ পদাতিক ডিভিশন এর তত্ত্বাবধানে ও ৩০৯ ব্রিগেড এর ব্যবস্থাপনায় ২ শতাধিক দুঃস্থ ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
বিতরণকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ দরিদ্র অসহায় শীতার্তদের মাঝে কম্বলসহ অন্যান্য শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন।সেনাবাহিনীর প্রেস বিজ্ঞাপিতে জানিয়েছে, প্রতি বছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানা বিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের সেনাসদস্যরা।